পুতিন জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন

পুতিন জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন
MostPlay

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন চলতি বছরের শেষের দিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের জেরে ২০টি দেশের জোট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা আলোচনা শুরু করেছে।

ঠিক সেই সময়ে ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ দূত লুডমিলা ভোরোবিভা তাঁর দেশের প্রেসিডেন্টের এমন পরিকল্পনার কথা জানালেন। ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লুডমিলা বলেছেন, পুতিন এ বছরের নভেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপ বালিতে আসার ইচ্ছা পোষণ করেছেন।

তবে তিনি বলেছেন, এটা (জি-২০ সম্মেলনে পুতিনের উপস্থিতি) করোনাভাইরাস মহামারি পরিস্থিতিসহ অনেক অনেক কিছুর ওপর নির্ভর করবে, এই পরিস্থিতির (করোনা) অবশ্য উন্নতি হচ্ছে। যাই হোক, তার ইচ্ছা হলো ... তিনি চান। জি-২০ জোট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে লুডমিলা বলেন, শুধু জি-২০ নয়, অনেক সংস্থা থেকেই রাশিয়াকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। পশ্চিমা দুনিয়ার প্রতিক্রিয়া একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।

সূত্র : রয়টার্স।

মন্তব্যসমূহ (০)


Lost Password