দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও ডাকাতি সহ রাহাজানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও ডাকাতি সহ রাহাজানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও ডাকাতি সহ বিভিন্ন ধরনের অনৈতিক রাহাজানির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সারা দেশের মানুষ।

এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ-আলোচনা সভায় আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে না পারলে অপরাধের মাত্রা বাড়বে। এতে করে নারীদের চলাফেরা সংকুচিত হয়ে পড়বে। কন্যা শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে এবং নির্বিঘ্নে ঘুমাতে ও চলাফেরা করতে পারবে না, যার প্রভাব হবে সুদূর প্রসারী। 

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, খুন, ডাকাতি এবং আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে আজ ১১ মার্চ, ২০২৫ মঙ্গলবার সকালে ১১টায়, ঢাকা জেলার দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোহার উপজেলা শাখার আয়োজনে দোহার পৌরসভাধীন কালেমা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ দেওয়ান রনির নেতৃত্বে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ও খুন, ডাকাতি এবং আইন- শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিল মোঃ শহিদুল ইসলাম সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দোহার উপজেলা শাখা। উক্ত বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র- ছাত্রী সহ সচেতন নাগরিক উপস্থিত ছিল।

অনুরূপ পৃথক আরও একটি মিছিল নবাবগঞ্জ উপজেলায় বের করা হয় গত ১০ মার্চ সোমবার এবং শ্লোগানসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলটি স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাগমারা বাজার পর্যন্ত গিয়ে আবার কায়কোবাদ চত্বর পর্যন্ত আসে, এরপর শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password