মওদুদ কে যুবলীগের সম্পাদক পদে দেখতে চায় পোরশা বাসি

মওদুদ কে যুবলীগের সম্পাদক পদে দেখতে চায় পোরশা বাসি

নওগাঁ জেলার পোরশা উপজেলা যুবলীগের সম্মেলনে মওদুদ আহম্মেদ কে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায় পোরশা বাসি।

জানা যায় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্রের নির্দেশননায় আগামী ১২ জুলাই সারাইগাছিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এলাকার একাধিক নবীন প্রবীন অনেকেই বলেন মওদুদ আহম্মেদ সৎ স্বচ্ছ আন্তরিক বিপদে আপদে মানুষের পাশে দাড়ান আমরা তাকেই এ পদে পেতে চাই। এলাকার যুবকরা জানিয়েছেন যেহেতু মোঃ মওদুদ আহম্মেদ সেক্রেটারি ক্যান্ডিডেট আমরা তাকেই দেখতে চাই.! কারণ সে যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বর্তমানে রয়েছেন।

তাকে কখনো ঠিকাদারি বা কন্টাকটারি বা অবৈধ ব্যবসা ভুমি দখল বা দলের নাম ভাঙ্গিয়ে কোন প্রকার টাকা আত্মসা এবং জনসাধারণ ক্ষতি সম্মুখীন হতে দেখা যায়নি বরং আমরা দেখেছি মানব সেবার নিবেদিত প্রাণ হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং নিজের অর্থ দিয়ে মানুষের চিকিৎসা সেবা করে চলেছেন। রাত দিন যখন যেভাবে তাকে ডেকেছে সাধারণ মানুষ তাকে কাছে পেয়েছে।

এই ধরনের মানুষ আওয়ামী লীগের একটি সংগঠন যুবলীগের নাম উজ্জ্বল করে রাখবে বলে মনে করেন এলাকাবাসী। তার আরো নজিরবিহীন সেবামূলক কাজ রয়েছে প্রতিবন্ধীদের দীর্ঘদিন যাবত সেবা দিয়ে চলেছেন এবং নিজের সম্পত্তিতে গড়ে তুলেছেন প্রতিবন্ধী বিদ্যালয়। এবং এলাকার যুবকদের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করে চলেছেন ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এসএসসি ভোকেশনাল বিদ্যালয়। যা দিনমজুর পরিবারের সন্তানদের শিক্ষা লাভ করতে পারে।

আমরা আরো দেখেছি মহামারী করোনা কালিন নিজের জীবন বাজি রেখে মানুষকে সেবা দিয়েছেন। মওদুদ আওয়ামী লীগ পরিবারের সন্তান তার সততার কথা সকলের জানা তাই তার এই পদ পাওয়ার দাবিদার বলে জানান এলাকাবাসী৷

মন্তব্যসমূহ (০)


Lost Password