বাজার থেকে উধাও পেঁয়াজ

বাজার থেকে উধাও পেঁয়াজ

চট্টগ্রামে অস্থির পেঁয়াজের বাজার। খাগড়াছড়িতে দাম অস্বাভাবিক চড়া। তাও মিলছে না, খুচরা দোকান থেকে পেঁয়াজ রীতিমতো উধাও। কদিন পরপর এমন নৈরাজ্যে ক্ষুব্ধ ভোক্তারা। মজুদকৃত পেঁয়াজই বিক্রি হচ্ছে চড়া মূল্যে। পরস্পরকে দুষছেন বিক্রেতা ও আড়তদাররা।

বান্দরবান বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। ১১০ টাকার পেঁয়াজ সংকট দেখিয়ে বিক্রি করা হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে বাজার থেকে উধাও হয়ে গেছে পেঁয়াজ।

আজ বিকেলে বান্দরবান বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহর নেতৃত্বে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ফরিদ স্টোরের মালিক ফরিদ উদ্দিনকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করেন, বান্দরবান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর সমিতির নেতাদের আগে জানানোর কারণে এক রাতের মধ্যেই মওজুদ করা সব পেঁয়াজ বাজার থেকে সরিয়ে ফেলা হয়। সিন্ডিকেটের মূলে ব্যবসায়ী সমিতির নেতারা জড়িত।

তবে ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে তাদের দাম বাড়াতে হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ জানান, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। কেউ যদি উচ্চমূল্যে পেঁয়াজ বা অন্যকোনো পণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password