নওগাঁয় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিনগত সন্ধা সারে ৬ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন নওগাঁ-চৌমাশিয়া (নওহাটামোড়) মহা-সড়কের হাট-চকগৌরী নামক স্থানে।
সড়ক দূর্ঘটনার খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছান। সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে স্থানিয় নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার ইউপির পয়না গ্রামের মৃত তছির শাহ'র ছেলে আজির শাহ (৪৮) একজন পেয়ারা ব্যবসায়ী। তিনি গ্রাম থেকে পেয়ারা কিনে শহরে বিক্রি করতেন।
ঘটনার দিনও তিনি নওগাঁ শহরে পেয়ারা বিক্রি করে বাই-সাইকেল যোগে বাসায় ফেরার পথে হাট-চকগৌরী নামক স্থানে পৌছালে এসময় নওগাঁ থেকে নওহাটামোড় অভিমুখি দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপাদিয়ে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। দূর্ঘটনা স্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পেয়ারা ব্যবসায়ী আজির শাহ'র মৃত্যু হয়।
সংবাদ সংগ্রহকালে নিহতের পরিবার বা স্বজনরা কোন অভিযোগ করতে রাজি না হওয়ায় স্বজনদের নিকট মৃতদেহ হস্তান্তর পক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ঐ পুলিশ কর্মকর্তা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন