নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ, পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password