মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর বিষয়টি নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। এরই মধ্যে ঘটনার প্রতিবাদ হিসেবে গত শুক্রবার (১৪ জুলাই) সুইডিশ পুলিশের কাছে ইহুদি ও খ্রিষ্টান ধর্মের পবিত্র গ্রন্থ তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি চান আহমাদ আলুশ (৩২) নামের এক ব্যক্তি। পুলিশ তাকে অনুমতি দিলেও তিনি ধর্মগ্রন্থ দুটি পোড়াননি।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৫ জুলাই) সুইডেনের রাজধানী স্টকহোমে ইসরাইলি দূতাবাসের সামনে তোরাহ ও বাইবেল পোড়ানোর কথা ছিল আলুশের। কিন্তু তা না করে নিজের সঙ্গে একটি কোরআন নিয়ে দূতাবাসের সামনে গিয়ে হাজির হন তিনি।
আলুশ বলেন, ‘আমি কখনোই কোনো ধর্মগ্রন্থ পোড়াবো না, ইসলাম আমাকে এ শিক্ষা দেয় না। সত্যি বলতে গেলে, তোরাহ বা বাইবেল পোড়ানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি শুধু আমার ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদ হিসেবে এ কর্মসূচির ডাক দিয়েছি।’
তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি চেয়ে পুলিশের কাছে করা আবেদনে আলুশ উল্লেখ করেন, পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ হিসেবে শনিবার তোরাহ ও বাইবেল পোড়ানো হবে। বিষয়টিকে আবেদনকারী তার মতপ্রকাশের স্বাধীনতা হিসেবেও দাবি করেন। এদিকে শুক্রবার সুইডিশ সরকার তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি দেয়ায় ইসরাইলসহ বিভিন্ন ইহুদি সংগঠন এই ঘটনার নিন্দা জানায় ও ক্ষোভও প্রকাশ করে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টুইটে লিখেন, ‘ইহুদি জনগণের পবিত্র গ্রন্থের অবমাননার অনুমতি দেয়ার সিদ্ধান্তকে গুরুতরভাবে নিয়েছে ইসরায়েল। একই ইস্যুতে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বলেন, ‘আমি পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছি।
কিন্তু দুঃখের বিষয় হলো, এখন ইহুদিদের চিরন্তন গ্রন্থেরও একই পরিণতি অপেক্ষা করছে। আমি নিঃসংকোচে সুইডেনে পবিত্র গ্রন্থ পোড়ানোর এমন অনুমতি দেয়ার নিন্দা জানাই।’উল্লেখ্য, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মোমিকা নামে এক ইরাকি অভিবাসী পবিত্র কোরআনের একটি কপি পুড়িয়ে দেন।
সেসময় সুইডেন পুলিশ ওই ব্যক্তিকে নিরাপত্তা দেয়। সুইডেনের একটি আদালত সালওয়ানকে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়। পবিত্র ঈদুল আজহার দিন এমন ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। বিশ্বব্যাপী সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। এছাড়া নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন