নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সামসুদ্দিন ডিউ (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত সামসুদ্দিন ডিউ পার্শ্ববর্তী মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের মৃত ডাক্তার সাইফুদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৭ই নভেম্বর) দিবাগত রাত ৭টার দিকে নওহাটা (চৌমাসিয়া) মোড় থেকে সামসুদ্দিন ডিউ মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের খোর্দ্দ নারায়নপুর কল্পনা চাউল কলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সামসুদ্দিন ডিউ সড়কের পাশে ছিটকে পড়ে।

এ সময় সেখানে আগে থেকে অবস্থানরত একটি ধান বোঝাই ট্রাক্টরে সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। এ মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে জানা যায় তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে, পরে জানতে পারে তিনি মারা গেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password