নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ সদরে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার ইকুরকুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের আওতাধীন জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় লাল দল ৪০-৩৭ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয়।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক লোকমান হোসেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password