নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী নিহত

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী নিহত

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় মো. উজ্জল হোসেন (৩০) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার থেকে বাড়ি ফেরার পথে শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. উজ্জল হোসেন উপজেলার বংশীবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন এবং উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটে গবাদিপশু কেনাবেচা করতেন।

স্থানীয়রা জানান, উজ্জল হোসেন বড়থা বাজারে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করেন। রাত সাড়ে ৯টার দিকে বাজার শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী শিমুলতলী এলাকায় উজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর একটি ভ্যানযোগে তাকে প্রথমে বড়থা বাজারে এবং সেখান থেকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাকিলা বেগম জানান, তার স্বামী প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফেরার কথা ছিল। রাত ১০টার দিকে খবর পান উজ্জলকে কেউ কুপিয়ে আহত করেছে। হাসপাতালে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের মা নাসিমা বেগম ও বড় চাচা জাইদুল ইসলাম জানান, পরিবারটি কোনো বিরোধে জড়িত ছিল না, তবে পূর্বশত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা। তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পরপরই ধামইরহাট ও পত্নীতলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password