নওগাঁর মান্দায় জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি

নওগাঁর মান্দায় জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি

মান্দা উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। তার পরিপ্রেক্ষিতে ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে পারিবারিক পুষ্টি বাগান তৈরি করা হয়েছে।

এ ব্যাপারে ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সাইদ জালাল চঞ্চল বলেন, পরিষদ চত্বরে একটি পারিবারিক পুষ্টি বাগান তৈরী করা হয়েছে তা থেকে অনেকই উপকৃত হচ্ছে এবং অনেকেই এই পুষ্টি বাগান দেখে পারিবারিক পুষ্টি বাগান তৈরীতে উদ্ভদ্ধ হচ্ছে। পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে এসব বাগানের আগাম শীতকালী সবজি। এর দ্বারা পরিবারের চাহিদা যেমনি মিটছে, তেমনি আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছে একটি কৃষক পরিবার। নানা আপদকালীন সময়ে দেশে সবজি উৎপাদনে যেনো কোনো প্রভাব না পড়ে সে লক্ষ্যে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে প্রতি ইঞ্চি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মান্দা উপজেলার বসতবাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে স্থাপন করা হচ্ছে এই পারিবারিক পুষ্টি বাগান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার ১৪টি ইউনিয়নের অনেক বাড়িতে পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে। 'বাড়ির পাশে বাগ-বাগিচা, শাক-সবজির চাষ, ফুল দেবে, ফল দেবে, পুষ্টি বারো মাস' এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপজেলায় গড়ে উঠেছে এস পুষ্টি বাগান। পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে এসব বাগানের আগাম জাতের শীতকালীন সবজি। বাগান থেকে উৎপাদিত সবজি দিয়ে একদিকে যেমন আমার পারিবারিক সবজির চাহিদা মিটাতে পারছি, অন্যদিকে বাড়তি সবজি বাজারে বিক্রি করে আমার বাড়তি অর্থ আয় হচ্ছে। গ্রাম পুলিশ রেজাউল ইসলাম বলেন, প্রতিটি পারিবারিক পুষ্টি বাগানে উৎপাদিত নানা রকমের বিষমুক্ত সবজি দিয়ে কৃষকরা নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত সবজিগুলো বাজারজাত করে বাড়তি অর্থও আয় করছেন তারা।

মান্দা উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মাজিদুল ইসলাম জানান, দেশে সবজি উৎপাদনে যোনো কোনো প্রভাব না পড়ে সে লক্ষ্যে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ মতে বাড়ির আঙিনাসহ পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরিতে মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এছাড়া বিনামূল্যে লাউ, সিম, ঢেঁড়স, ডাটা, ধনিয়া, চিচিংগা, পুঁই শাক, কলমি শাক, লাল শাক, পালং শাক, পেঁপে, মুলা, করল্লাসহ ১৭ ধরনের সবজি বীজ দেয়া হয়েছে। কৃষকরা পারিবারিক পুষ্টি বাগানের প্রতি যেভাবে আগ্রহী হচ্ছে, তাতে বুঝা যাচ্ছে সবুজ বিপ্লব ঘটবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password