নওগাঁর মান্দায় ড্রেজারের পাইপ ভাংচুর ২ লক্ষ টাকার ক্ষতি

নওগাঁর মান্দায় ড্রেজারের পাইপ ভাংচুর ২ লক্ষ টাকার ক্ষতি

নওগাঁর মান্দায় রাস্তার পাশে বাড়ি নির্মাণের বালু সরবরাহ করার সময় ৩ হাজার ফিট ড্রেজারের পাইপ ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ড্রেজার মালিক মোঃ আকবর আলীর ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের নাপিতপাড়া গ্রামে রাস্তার পাশে রাতের আঁধারে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে। ড্রেজার মালিক এর কর্মচারী হাতেম আলী জানায়, শনিবার সকাল ৮ টার দিকে কাজ করার জন্য এসে দেখি এক হাত পরপর ড্রেজারের পাইপ গুলো ভাঙ্গা অবস্থায় রয়েছে। এসময় বিলে মাছ ধরার সময় এক স্থানীয় ব্যক্তিকে জিজ্ঞেস করলে সেও বলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাইপ গুলো ভালো দেখেছিলাম।

এবিষয়ে ড্রেজার মালিক মোঃ আকবর আলী বলেন, নাপিতপাড়া এলাকার জলঙ্গী বিলের বিরাজ মাস্টারের কুয়া থেকে বেশ কয়েকদিন ধরে বাড়ি নির্মাণের কাজে রাস্তার পাশে মোঃ বাদেশের জমিতে বালু সরবরাহ করে আসতেছি। হঠাৎ শনিবার জানতে পারি কে বা কারা আমার ড্রেজারের ৩ হাজার ফিট পাইপ এক হাত পর পর ভাংচুর করেছে। এতে আমার ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার একমাত্র উপার্জনের জিনিস নষ্ট হয়ে দিশাহারে হয়ে পড়েছি। এ বিষয়ে আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জন্য দাবি জানাই।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password