নওগাঁর পত্নীতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পরিষদ কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) উপজেলা সদর খাদ্য গুদাম চত্বরে উপজেলা পরিষদ কর্তৃক হতদরিদ্র ৩৬৩ পরিবারে প্রত্যেককে ১০ কেজি করে ৩.৬৩ মেঃটন চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুমানা আফরোজ নিজে উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান, সাংবাদিক সুধিজন প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলার ১১টি ইউনিয়ন ও উপজেলা পরিষদ কর্তৃক মোট ১৮ হাজার ৪১৪ টি দুস্থ ও অতি দরিদ্র পরিবারে ১৮৪.১৪০ মেঃটন চাল বিতরণ করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন