নওগাঁর মান্দায় যুবক-যুবতীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় যুবক-যুবতীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যাক্তির ইউক্যালিপ্টাসের বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, তুলসীরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন(২০) এবং হাফিজুল ইসলামের মেয়ে জনি আক্তার (১৭)। আরিফ স্থানীয় একটি ডিগ্রি কলেজে এবং জনি উচ্চ মাধ্যমিকে পড়াশোনো করতেন।

স্থানীয়রা জানান, পড়াশোনার পাশাপাশি আরিফ এবং জনির বাড়ি একই গ্রামে হওয়া বছরখানেক আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তাদের পরিবার জানতে পেরে বাঁধা হয়ে দাঁড়ায়। পরিবার তাদের বিয়ে দিতে রাজি হয়নি। রোববার রাতে তাদের বাড়ির পাশে প্রতিবেশীর একটি বিয়েতে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়ে যান আরিফ ও জনি। এরপর রাতে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন তাদের আর খোঁজ করে পায়নি। সকালে তাদের বাড়ির আধা কিলোমিটার দূরে গ্রামবাসীরা ইউক্যালিপ্টাসের বাগানে তাদের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন ও পুলিশে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক জানান, নিহতদের পাশে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও কোমলপানীয় বোতল পাওয়া গেছে। পরিবার এবং স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে প্রেমঘটিত ঘটনা আত্মহত্যা বলে জানা গেছে এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password