নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলায় বেকার যুবকদের ২মাসের কারিগরি প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগষ্ট) রাজশাহীর পাকুড়িয়া আশ্রয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেকারদের কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলা ও সাবলম্বী করতে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প থেকে বিনামূল্যে এ প্রশিক্ষণের ব্যবস্থা করেন।