ঢাকায় মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ে হরতালের পর লাগাতার তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
৩১ অক্টোবর এবং আগামী ১ ও ২ নভেম্বর দেশব্যাপী এই কর্মসূচি পালিত হবে। আজ রোববার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করে বিএনপি।
হরতাল চলাকালে গুলশানের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এদিন আরও অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এদিন কেন্দ্রীয় অনেক নেতাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে গতকাল শনিবার ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি। ওই কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, কাকরাইল ও মতিঝিল এলাকা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন