নওগাঁর সাপাহারে বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এ সময় সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, প্রাথমিক শিক্ষা অফিসার তৃশিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসিম কুমার সাহা ও রুস্তম আলী সহ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পদল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন ও নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ১ টি করে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন