নওগাঁর মান্দায় হিরোইনসহ গ্রেফতার ২

নওগাঁর মান্দায় হিরোইনসহ গ্রেফতার ২

নওগাঁর মান্দা উপজেলায় দুই হিরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার ও দেলুয়াবাড়ী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্যের একটি বিশেষ টিম। গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফ কবিরাজ (২৭) রাবেয়া বেগম ওরফে আরতী রাণি(৩০)।

জানা গেছে, উপজেলার ছোট বেলালদহ গ্রামের কাবিল কবিরাজের ছেলে আরিফ কবিরাজ (২৭) কে হাসপাতালের মোড়স্থ বিদ্ৎুতের চায়ের দোকানের সামনে থেকে তিন গ্রাম হেরোইন সহ গ্রেফতার পূর্বক একটি নিয়মিত মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ। অতঃপর আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক শাহীন শওকত বাদী হয়ে একটি মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করেন।

অপর এক মাদকবিরোধী অভিযানে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি পূর্ব পাড়া গ্রামস্থ দেলুয়াবাড়ি কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে লিটনের স্ত্রী রাবেয়া বেগম ওরফে আরতী রাণি(৩০) দুই গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। অতঃপর আসামীকে মান্দা থানায় সোপর্দ পূর্বক এসআই আব্দুল্লা হিল বাকী একটা নিয়মিত মামলা দায়ের করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password