নওগাঁর আত্রাইয়ে নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ গোলাম মওলা'র সাথে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রধান, ও সুশীল সমাজের লোকজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে গণ শুনানি ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মওলা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্রী রঞ্জন কুমার দাস, অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রধান, ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন