নওগাঁর সাপাহারে ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে পরীক্ষার বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ফলাফলে ১ম, ২য় ও ৩য়দের মাঝে পুরস্কার হিসাবে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাপাহার প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও সাবেক ইউপি সদস্য আকবর আলী সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন