নওগাঁর মান্দায় জোতবাজার ত্রিমহনী এতিমখানা ও মাদ্রাসার গাছ কেটে নেবার অভিযোগ

নওগাঁর মান্দায় জোতবাজার  ত্রিমহনী এতিমখানা ও মাদ্রাসার গাছ কেটে নেবার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলা নূরুল্যাবাদ ত্রীমহনী সুরাইয়া আক্তার এতিমখানা ওহাফেজিয়া মাদ্রাসার গাছ কেটে নেবার অভিযোগ পাওয়া গেছে।

১ এপ্রিল ২৩ ইং রোজ শনিবার সকালে গাছ কর্তন করে নিয়ে যায়। এ ঘটনায় মাদ্রাসা কমিটির সদস্য সোহেল রানা বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্র জানা যায় , নূরুল্যাবাদ ত্রীমহনী সুরাইয়া আক্তার এতিমখানা ওহাফেজিয়া মাদ্রাসার রোপনকৃত গাছ মাদ্রাসা বন্ধ থাকার সুযোগে অত্র এলাকার (১) জাফরউল্যাহ বাচ্চু পিতা মৃত কেফাতুল্যা (২) সাইদুর রহমান পিতা মৃত দিদার বক্স( ৩) মোজাফ্ফর পিতা মৃত জবা সহ কয়েকজন গাছ কেটে নিয়ে যান।

অপর দিকে বিবাদী গনের কাছে জানতে চাইলে তারা জনান ঐ গাছটি মসজিদ কতৃপক্ষ লাগিয়েছিলো তাই আমরা কমিটির সিদ্ধান্তে কেটে নিয়েছি। স্হানীয় বাসিন্দারা ও মাদ্রাসা কমিটির সদস্য উক্ত গাছ গুলো উদ্ধার পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহনের দাবি জানান।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ নূর এ আলম সিদ্দিক জানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password