ডিজিটাল সকল সুবিধা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এখনই পদক্ষেপ নিতে হবে। যাতে তারা সহজেই লার্নিং ম্যাটেরিয়ালস এর সুবিধা ভোগ করতে পারে । দেশের সকল শিক্ষার্থীর ই-বুক, ই-জার্নাল ও ই-লাইব্রেরি একসেস নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রগতিশীল শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী।
তিনি বলেন, গোটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এলএমএস) নিয়ে কাজ শুরু করা প্রয়োজন। তিনি তাঁর প্রতিষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের ডিজিটাল কর্মসূচি নিয়ে বলেন,এতোমধ্যে আমরা সোনালী ব্যাংক ও সেবা টেলিকমের সাথে চুক্তি স্বাক্ষর করেছি এর মাধ্যমে কলেজের শিক্ষার্থীরা তাদের বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বাড়ীতে থেকেই পরিশোধ করতে পারবে এবং মানেজমেন্ট সফটওয়ারের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রন ও পরিচালনা করা হবে। এটি চূড়ান্ত হয়ে গেলে শিক্ষায় বড় পরিবর্তন আসবে। আমরা গুগল ওয়ার্কস্পেইস ফর এডুকেশনের আওতায় সকল শিক্ষার্থীকে নতুন অফিসিয়াল ই-মেইল আইডি দেয়ার কার্যক্রম হাতে নিয়েছি। পর্যায়ক্রমে সকলকে এই নেটওয়ার্কের আওতায় আনা হবে।
বৃহশপতিবার (৬ এপ্রিল) সকালে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে “প্রগতিশীল শিক্ষ পরিষদ” এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী এসব কথা বলেন। জুম মিটিংএ সভাপতিত্ব করেন প্রগতিশীল শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো. ইউসুফ আলী। তিনি আরও বলেন, আমরা ব্লেন্ডেড এডুকেশনের দিকে যাচ্ছি। আগামীতে শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাবে আমরা কেউ জানি না। ফিজিক্যাল স্ট্রাকচার আদৌ প্রয়োজন হবে কিনা সেটি ভাবনার বিষয়।
ডিজিটাল ও ফিজিটাল সবকিছু মিলিয়ে আমাদের মাস্টার প্ল্যান করতে হবে। কারণ সময় খুব দ্রুত পাল্টে যাচ্ছে। সুতরাং টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। যাতে যুগের সাথে তাল মিলিয়ে আমরা গুনগত শিক্ষা প্রদান করে জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ জনবল তৈরী করতে পারি। জুম মিটিং এ দেশের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন