মাঝ আকাশে হঠাৎ ভয়াবহ আগুন বিমানে

মাঝ আকাশে হঠাৎ ভয়াবহ আগুন বিমানে

মাঝ আকাশে হঠাৎ করেই একটি বিমানে আগুন ধরে যায়। বিমানে আগুন নিয়ে একের পর এক সমস্যায় পড়ছে। এ সময় তার একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে জরুরি অবতরণের কারণে বিমানের আরোহীরা সৌভাগ্যক্রমে বেঁচে যান।

রয়টার্স জানিয়েছে যে আটলাস এয়ার বোয়িং ৭৪৭-৮ কার্গো বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই আগুন ধরে যায়। উড়ন্ত বিমান থেকে আগুনের শিখা বের হতে থাকে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অ্যাটলাস এয়ার এক বিবৃতিতে বলেছে, টেকঅফের কিছুক্ষণ পরেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এটি আগুনের কারণ হতে পারে। তবে পাইলট মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। কেউ ক্ষতিগ্রস্থ হয়নি।

তবে বৃহস্পতিবারের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওটি বিমানের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বোয়িং ৭৪৭-৮ কার্গো প্লেন জেনারেল ইলেকট্রিক কোম্পানির জিএনএক্স ইঞ্জিন দ্বারা চালিত হয়। বোয়িং, এফএএ এবং জেনারেল ইলেকট্রিক কোম্পানি কোনো মন্তব্য করেনি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে সবাইকে উদ্ধার করে। তবে জাহাজে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password