নওগাঁর সাপাহারে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) "ক" শ্রেণীর আরও ৮১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর করা হবে।
মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০টায় সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) "ক" শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এ পর্যায়ে সাপাহার উপজেলায়ও ৮১ টি "ক" শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হবে। এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার ও সহকারী প্রোগ্রামার মোস্তাকিম বিল্লাহ্ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন