ডেমরায় একটি পরিত্যক্ত বাড়িতে ১৫টি ককটেল উদ্ধার

ডেমরায় একটি পরিত্যক্ত বাড়িতে ১৫টি ককটেল উদ্ধার

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ডেমরার একটি পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। ওই বাড়ি থেকে দুজনকে আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, সরকারবিরোধী চলমান আন্দোলনে সংগ্রামে নাশকতা সৃষ্টির জন্য ওই বাড়িতে ককটেল তৈরি করা হচ্ছিল।

গ্রেপ্তারকৃতদের নাম রাফিল ভূঁইয়া ও জাকির শিকারী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় বাঁশেরপুল গার্মেন্টস গলির একটি পরিত্যক্ত ভবন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে ওই রাতেই র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ঘটনাস্থলে এসে ককটেল নিষ্ক্রিয় করে। র‍্যাব জানিয়েছে, পরিত্যক্ত ওই বাড়িটি বিএনপির স্থানীয় প্রয়াত নেতা আব্দুর রশিদের রাশিয়া প্রবাসী মেয়ের।

তবে বাড়িটি রক্ষণাবেক্ষণ করেন আব্দুর রশিদের ছোট ছেলে বিএনপি কর্মী বাবু। ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতের ঘোষিত ধারাবাহিক কর্মসূচির জন্য এই বাড়িতে ককটেল তৈরি করা হতো বলে জানিয়েছেন র‌্যাব। গ্রেপ্তাকৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব আরো জানিয়েছে, প্রতিটি ককটেল প্রস্তুতকারককে ৪ হাজার টাকা করে দেওয়া হতো। আর ককটেল ঘটনাস্থলে পৌঁছানোর জন্য বহনকারী পেতেন এক হাজার টাকা।

মন্তব্যসমূহ (০)


Lost Password