জেনারেল সোলাইমানি হত্যায় বাংলাদেশের জনগণের নিন্দা, প্রতিক্রিয়া

জেনারেল সোলাইমানি হত্যায় বাংলাদেশের জনগণের নিন্দা, প্রতিক্রিয়া
MostPlay

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের জনগণ।

গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ইরাকের ভূখণ্ডে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইরানি এ জেনারেলকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শহীদ করে।

বিক্ষোভকারীরা গতকাল (শুক্রবার) রাজধানী ঢাকায় ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিল করেন এবং মার্কিন-বিরোধী নানা স্লোগান দেন। আশরাফুল হক নামে এক বিক্ষোভকারী বলেন, আমেরিকা আমাদের প্রিয় ভাই জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদে হত্যা করেছে। আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই- ইসরাইল এবং আমেরিকা মুসলমানদের শত্রু।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে জেনারেল সোলাইমানির ভূমিকার প্রশংসা করেন বিক্ষোভকারীরা। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল “কাসেম সোলাইমানির কারণেই সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়া এবং ইরাকে ধ্বংস হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password