ভারতের মধ্য প্রদেশের ভিন্দ জেলার এক অনন্য ঘটনা সামনে এসেছে। এক তরুণী তার ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর রেগে গিয়ে আস্ত মোবাইল ফোন গিলে ফেলেছেন। বিষয়টি মেয়েটির পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে গোয়ালিয়রের হাসপাতালে রেফার করা হয়।
গোয়ালিয়রে যাওয়ার পর জেলা হাসপাতালের চিকিৎসকদল সফলভাবে অস্ত্রোপচার করে মেয়েটির পেট থেকে মোবাইল ফোনটি বের করে। গোয়ালিয়রের জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আর কে ধাকড় জানান, মেয়েটির পেট থেকে মোবাইল ফোন বের করা হয়েছে। মোবাইলটি গলা থেকে নেমে মেয়েটির পেটে পৌঁছে যায়। সে কারণে তিনি অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন।
মেয়েটির আলট্রাসাউন্ড ও অন্যান্য পরীক্ষা করা হলে তার পেটে মোবাইল ফোনের সঠিক অবস্থান পরিষ্কার হয়ে যায়। এরপর সার্জারি বিভাগের প্রধান ডা. প্রশান্ত শ্রীবাস্তব, ইউনিট ইনচার্জ ডা. প্রশান্ত পিপারিয়া, সহযোগী অধ্যাপক ডা. নবীন কুশওয়াহার নেতৃত্বে দক্ষ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার পরিচালনা করেন। দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে সফলভাবে মেয়েটির পেট থেকে মোবাইল ফোনটি বের করে আনা হয়। এতে মেয়েটি ব্যথা থেকে মুক্তি পেয়েছেন।
চিকিৎসকরা বলেছেন, মানুষের গলা দিয়ে এত বড় জিনিস পেটে পৌঁছনোর ঘটনা এই প্রথম। তবে সফলভাবে অস্ত্রোপচার করায় মেয়েটির জীবন রক্ষা পেয়েছে। একজন মানুষের গলা দিয়ে এত বড় একটি মোবাইল ফোন কী করে নেমে পেটে চলে গেল, তা চিকিৎসকরাও বুঝে উঠতে পারছেন না। তবে মেয়েটি আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
সূত্র : নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন