রাজধানীমুখী জনস্রোত ,পরিবহণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে ঢাকা ফেরা শ্রমিকরা

রাজধানীমুখী জনস্রোত ,পরিবহণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে ঢাকা ফেরা শ্রমিকরা

দেশে কঠোর বিধিনিষের লকডাউন চলমান থাকলেও গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে তা লকডাউনমুক্ত করে দিয়েছে সরকার। রোববার (১ আগস্ট) থেকে শিল্পপ্রতিষ্ঠান খোলার খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামূখী কর্মীদের এই জনস্রোত। গণপরিবহন না থাকায়, কর্মস্থলে যোগ দিতে আসা শিল্প শ্রমিকদের ভোগান্তির শেষ নেই।

 

তবে ব্যক্তিগত গাড়িই এখন গণপরিবহন। দূর পথের যাত্রীরা কয়েকগুণ বেশি ভাড়ায় এসব গাড়িতেই রওয়ানা দিয়েছেন। সেই গাড়িও ঢাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি, তাদের নামিয়ে দেওয়া হয় গাজীপুর কিংবা সাভারে। ফলে সেখান থেকে পায়ে হেঁটেই ঢাকায় ঢুকছেন তারা।

 

কিশোরগঞ্জ থেকে আসা এক পোষাক শ্রমিক বিডিটাইপকে বলে,যেহেতু গার্মেন্টস খোলে দিছে তাহলে গ্রাম থেকে তো লোক আসবেই আর এটা সরকার জানে। তাহলে গাড়ি বন্ধ রেখে আমাদের কষ্ট দেওয়ার দরকার কি? এইগুলো আমাদের ভোগান্তিতে ফেলা ছাড়া আর কিছু নয়।  

 

গ্রাম থেকে ঢাকায় ফেরা এক আরেক পোশাক শ্রমিক বলেন, বাড়িতে বসে থাকলে তো কেউ আর চাল কেনার টাকা দেবে না। কাল থেকে গার্মেন্টস খুলবে তাই কষ্ট করে হলেও চলে আসছি।

 

গণপরিবহন বন্ধ রেখে শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে ভোগান্তির শিকার পোশাক শ্রমিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

নিজের ভোগান্তির কথা ব্যাক্ত করে আরেক গার্মেন্টস কর্মী বলেন, গণপরিবহণ বন্ধ রেখে গার্মেন্ট খুলে দিছে এটা কেমন কথা? গণপরিবহণ বন্ধ রাখলে গার্মেন্ট খুললো কেন? গণপরিবহণ বন্ধ থাকায় এখন ২০০ টাকার ভাড়া ১২০০ টাকা দিয়ে আসা লাগছে।

 

প্রতিদিনের মতো আজও  রাজধানীর প্রবেশ মুখগুলোতে ছিল পুলিশি তল্লাশি। বেশিরভাগ পরিবহনকেই রাজধানীর প্রবেশ মুখে পুলিশি চেকপোস্টের মুখোমুখি হতে হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password