পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ১০ নিহত

পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ১০ নিহত
MostPlay

ফরিদপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মাঝকান্দি নামক স্থানে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হন ১০ জন।

স্থানীয়রা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও পাঁচজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা।

নিহত সাতজনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আমেনা বেগম (৩৮), আমেনা বেগমের শাশুড়ি কুটি বেগম (৫২), আমেনা বেগমের মেয়ে মরিয়ম (১৫), আইনজীবী আব্বাস সরদার (৪০), নজরুল ইসলাম (৪৫)। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে একটি মাইক্রোবাসযোগে ১২ জন ঢাকায় একটি কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুরের মাঝকান্দিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীবেড়া ইউপি চেয়ারম্যান বিএম সেলিম রেজা জানান, মামলার কাজে হতাহতরা দুই আইনজীবী নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় একই গ্রামের ৭ জন নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে রোববার ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন একজন। নিহতরা হলেন- মোটরসাইকেলের আরোহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাকিল খান ও নাইমুর রহমান।

এছাড়া রোববার দুপুরে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা নামক স্থানে মাটিটানা ট্রলিচাপায় সুমন শেখ (১০) নামের এক শিশু নিহত হয়।

মন্তব্যসমূহ (১)


Lost Password