ঋণের বোঝা সইতে না পেরে নারী শ্রমিকের আত্মহত্যা

ঋণের বোঝা সইতে না পেরে নারী শ্রমিকের আত্মহত্যা
MostPlay

রাজধানীর শাহজাহানপুরে ফাতেমা বেগম (৩৩) নামের এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন। ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে জানা গেছে।

রোববার (১৪ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান কবির বিডিটাইপকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে শাহজাহানপুরের ২৫০/সি নম্বর বাসা থেকে বেলা সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘ফাতেমা ইট ভাঙার কাজ করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপ ছিল। এই ঋণের ভার সহ্য করতে না পেরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

নিহতের স্বামী মো. মনা মিয়া জানান, গতরাতে কাতার প্রবাসী ছোট বোনের সঙ্গে ফাতেমার দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। বোনকে দুই বছর আগে চার লাখ টাকা ঋণ করে সে বিদেশ পাঠায়। কিন্তু তার বোন সময়মতো বিদেশ থেকে টাকা না পাঠানোর কারণে কিস্তি পরিশোধ করতে পারছিল না। ঋণের চাপ বেড়েই চলছিল। এসব নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়ে সে।

তিনি আরও বলেন, ‘রাতে ঠিকমতো ঘুমাতে না পারায় আজ (রোববার) ভোরে আমাকে ও মেয়েকে পাশের রুমে পাঠিয়ে, ‘রাতে ঘুম হয়নি, এখন ঘুমাব’ বলে দরজা বন্ধ করে দেয়।’

সকালে পাওনাদাররা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেলে,স্বামী ও প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

মৃত ফাতেমার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকাব্বর গ্রামে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

মন্তব্যসমূহ (০)


Lost Password