মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায়, মহেশখালী কুতুবদিয়ার মানানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, বিএনপি জোট সরকারের আমলের ভাঙ্গা হাসপাতাল এখন আধুনিক মানে রুপান্তরিত হয়েছে। যেই আমলে ৩ জনের উর্ধ্বে ডাক্তার থাকতোনা, সেবার মান নিয়ে নানান অসুবিধার কথা পত্র-পত্রিকার লেখালেখি হতো, একটা ডেলিভারি রোগীর সিজারের ব্যবস্থা ছিল না তা এখন সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে।
এখন ১৭ জনের উর্ধ্বে ডাক্তার নার্স রয়েছে। কোন প্রকারের ডেলিভারি রোগী নদী পার হয়ে কক্সবাজার নিতে হয়না। সেবার মান অনেক এগিয়ে এসেছে। চতুর্দিকে আধুনিক মানের ভবন হয়েছে, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এখন ১০০ শয্যায় করা হয়েছে। তিনি ২০ এপ্রিল ২৪ ইংরেজি অনুষ্ঠিত হাসপাতালের নিয়মিত মিটিংএ সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি ও মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক, উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আজমল হুদা, মহেশখালী থানা তদন্ত কর্মকর্তা তাজ উদ্দিন, সাবেক কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেসক্লাব সভাপতি জে এইচ এম ইউনুস, নুরুল আলম হেলালি, মনির বিন সুলতানসহ মহেশখালী হাসপাতালের মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান শুরুর আগে এমপি আশেক উল্লাহ রফিক ও পৌর মেয়র মকসুদ মিয়া হাসপাতালের নবনির্মিত ভবন উদ্ভোদন এবং হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শনসহ রোগীদের সাথে কুশলাদি বিনিময় করেন। মহেশখালী হাসপাতাল কর্তৃপক্ষ প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিককে ফুল দিয়ে বরণ করেন এবং অনুষ্ঠান শেষে বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন