করোনা টিকার জন্য নিবন্ধন করাতে গিয়ে জানা গেল দু'জনই মৃত

করোনা টিকার জন্য নিবন্ধন করাতে গিয়ে জানা গেল  দু'জনই মৃত
MostPlay

সারা দেশব্যপী চলছে করোনা টিকার নিবন্ধন ও টিকাদান কার্য-প্রক্রিয়া। তেমনি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দুইজন বাসিন্দা স্বাস্থ্য বিভাগের সুরক্ষা অ্যাপে করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করাতে গিয়ে বেরিয়ে আসলো চাঞ্চলকর তথ্য। নিবন্ধনের সময় তারা জানতে পারে যে, তারা দু’জনেই আসলে মৃত তালিকা ভুক্ত। এমন ঘটনায় তারা দু’জনই প্রকৃতপক্ষে, কীভাবে যে, মৃতের তালিকায় তাঁদের নাম উঠল, তা বুঝতে না পেরে স্বাভাবিকভাবেই হতবাক হয়েছেন। খবরটি লোকালয়ে জানাজানি হওয়ার পর কেউ কেউ ওই দু’জনের সঙ্গে ঠাট্টা-মশকরাও করছেন বলে জানা গেছে। 

উক্ত দু’জন ব্যক্তির মধ্যে একজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্বল্প চরপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মোফাজ্জল হোসেন। অপরজন উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানপাড়া মলামারি গ্রামের মৃত আবু ছাঈদের ছেলে মো. শিপন মিয়া।

শিপন মিয়া জানান, ২০০৮ সালে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছিলেন। এর আগে কখনো তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহারের প্রয়োজন হয়নি। ভোটের সময় পরিচয়পত্র সঙ্গে থাকলেও কেউ সেটি দেখতে চায়নি। সম্প্রতি করোনার টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করাতে, স্থানীয় কম্পিউটার কম্পোজ ও অনলাইন সেবার দোকানে যান তিনি। নিবন্ধন করার সময়েই তিনি জানতে পারেন যে, তিনি আর জীবিত নেই। মৃতের তালিকায় উঠে এসেছে তাঁর নাম।

অপরদিকে, মোফাজ্জল হোসেন জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন ২০১৩ সালে। শিপন মিয়ার মতোই জাতীয় পরিচয়পত্র ব্যবহারের প্রয়োজন পড়েনি তার। সম্প্রতি তিনিও টিকার নিবন্ধন করাতে গিয়ে জানতে পারেন যে, তিনিও মৃতের তালিকায় রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password