নওগাঁর বদলগাছীতে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে জাল নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) রাত ৩টায় র্যাব-৫, সিপিসি-৩-এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার গোরশাহী গ্রাম থেকে অভিযুক্ত নুরল ইসলাম (৫৭) ও কুদ্দুস খাঁকে (৪০) আটক করে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকচক্রের মূল হোতা নুরল ইসলাম ও তাঁর সহযোগী কুদ্দুস সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছের মানুষ হিসেবে পরিচয় দিয়ে তাঁরা জাল নিয়োগপত্রের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।
গত বছর ওমর ফারুক নামের এক ব্যক্তির কাছ থেকে আট লাখ টাকা নিয়ে সেনাবাহিনীতে নিয়োগের জাল নিয়োগপত্র দেন তাঁরা। ওমর ফারুক চাকরিতে যোগদান করতে গেলে জাল নিয়োগপত্রের বিষয়টি জানতে পারে। এ ঘটনায় ভুক্তভোগী জয়পুরহাট র্যাব অফিসে অভিযোগ করলে অভিযুক্তদের আটক করে বদলগাছী থানায় সোপর্দ করে র্যাবের দল।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন