ইয়াবা দিয়ে যুবককে ফাঁসানোর চেষ্টা

ইয়াবা দিয়ে যুবককে ফাঁসানোর চেষ্টা
MostPlay

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফারুক মিয়া (২৮) নামের এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে মামলার আসামি হয়েছেন তিন যুবক। এ ঘটনায় শুক্রবার বিকেলে ঘটনার মূলহোতা জালাল মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে বাকি দুজনকে এখনও গ্রেফতার করা যায়নি।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জেলার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুর গ্রামের মোহাম্মদ ফারুক একটি মোটরসাইকেল বিক্রি করতে চাচ্ছিলেন। এ খবর পেয়ে বুধবার জালাল মিয়া মোটরসাইকেলটি কিনবেন বলে তাকে যেতে বলেন। পরে ফারুক মোটরসাইকেল নিয়ে গেলে তাকে মেঘনা নদীর তীরে এমপি টিলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিক্রেতা টাকা আনার কথা বলে ফারুককে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। এর মাঝে ক্রেতা নবীনগরের সলিমগঞ্জ ফাঁড়িতে ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগ মুহূর্তে মোটরসাইকেল বিক্রেতা ফারুকের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পরে মোটরসাইকেল বিক্রেতা ফারুকের পরিবারের সদস্যরা নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনকে বিষয়টি জানান। তিনি বৃহস্পতিবার বিষয়টি তদন্ত করার পর ক্রেতা ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা দিয়ে ফাঁসানোর কথা স্বীকার করে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ‘আসল ঘটনা উদঘাটনের পর তাদের নামে মামলা দায়ের করা হয়। মামলায় বিক্রেতা ফারুক বাদী হয়েছেন। শুক্রবার জালাল মিয়াকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন নবীনগরের ধরাভাঙ্গা গ্রামের আফসার মিয়ার ছেলে মো. ফারুক (২৮) ও জজ মিয়ার ছেলে লালন মিয়া (২৭)।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন বলেন, ‘একজন নিরপরাধ ছেলেকে ফাঁসানো হয়েছে বলে আমাকে জানানো হয়। আমি তাৎক্ষণিক বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। জালাল নামের একজনকে আটক করা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে, এই চক্রটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password