যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাত

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাত
MostPlay

নেত্রকোনায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর বিরুদ্ধে মধ্যযুগীয় কায়দায় স্ত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। স্ত্রীর চুল কেটে ও শরীরে সিগারেটের ছ্যাকা দিয়েছে বলে অভিযোগ উঠে। নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার স্বামী খলিলুর রহমানসহ ৩ জনকে আসামি করে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে খলিলুর রহমানের সঙ্গে মমতা খাতুনের বিয়ে হয়। বিয়ের ৪-৫ বছর পর থেকেই খলিলুর রহমান ব্যবসা শুরু করার নামে স্ত্রীর পরিবারের কাছ থেকে পর্যায়ক্রমে ১ লক্য টাকা নেন।

টাকা পেয়েও ব্যবসা শুরু না করে বিভিন্ন জায়গায় খরচ করে শেষ করেন টাকা। টাকা শেষ হলে পুনরায় টাকা আনার জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করেন । স্ত্রী টাকা দিতে না পারায় একপর্যায়ে সন্তানকে নিয়ে ঢাকায় চলে যায় স্বামী খলিলুর রহমান।

স্বামীর নির্দেশে সন্তান নিয়ে ভিক্ষা করতে ঢাকায় মোহাম্মদপুরে ভিক্ষা করতে নামে মমতা। এতে ক্ষান্ত না হয়ে শেষ পর্যন্ত স্ত্রীকে অসামাজিক কাজে লিপ্ত করার জন্য চাপ দেন খলিলুর। স্বামীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মমতার ওপর অত্যাচারের মাত্রা বেড়ে যায়।

যৌতুকের টাকা না পেয়ে গত ২৬ জুন শনিবার রাতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন শুরু করেন খলিলুর। মারধরের এক পর্যায়ে হাতের সিগারেটের আগুনের স্ত্রী মমতার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। এসময় মমতা খাতুন আহত হয়ে মাটিতে লুটে পড়লে স্বামী খলিলুর রহমান কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেওয়া শুরু করলে মমতা জ্ঞান হারিয়ে ফেলেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম বলেন, এখন পর্যন্ত আমরা অভিযোগের কোনো কপি হাতে পাইনি। অভিযোগের কপি হাতে পাওয়ামাত্রই জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password