নারীনেত্রী নুরজাহান মুরশিদের অষ্টাদশ মৃত্যুবার্ষিকী আজ

নারীনেত্রী নুরজাহান মুরশিদের অষ্টাদশ মৃত্যুবার্ষিকী আজ

নারীনেত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরজাহান মুরশিদের অষ্টাদশ মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকীতে নুরজাহান মুরশিদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে- খান সারওয়ার মুরশিদ ও নূরজাহান মুরশিদ সাংস্কৃতিক কেন্দ্র, তাঁর পরিবার এবং তাঁরই আদর্শ ও অনুপ্রেরণায় গঠিত সংগঠন ব্রতী’র পক্ষ থেকে আজ বুধবার সকাল ১১.০০ টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুস্পস্থবক অর্পণ, দোয়া ও গরিব শিশুদের মাঝে খাবার বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

মু্ক্তিযুদ্ধের সময় বিদেশি সমর্থন আদায়ে বিশেষ অবদান রেখেছিলেন নুরজাহান মুরশিদ। মুজিব নগর সরকারের প্রতিনিধি হয়ে ভারতের লোকসভা ও রাজ্য সভার বিশেষ অধিবেশনেও ভাষণ দেন তিনি। তার তৎপরতায় ইয়াহিয়া সরকার নুরজাহান মুরশিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং ১৪ বছরের কারাদণ্ড দেয়।

রাজনৈতিক জীবনে পাকিস্তান আমলে একাধিকবার নারায়ণগঞ্জ থেকে প্রদেশিক পরিষদ সদস্য এবং স্বাধীনতা উত্তর সময়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নুরজাহান মুরশিদ। স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন তিনি।

২০০৩ সালের ১ সেপ্টেম্বর তিনি মারা যান।

মন্তব্যসমূহ (০)


Lost Password