গ্যাস লিকেজ নিয়ে তিতাস ও সিটি করপোরেশনের টানাটানি

গ্যাস লিকেজ নিয়ে তিতাস ও সিটি করপোরেশনের টানাটানি

গ্যাসের লাইনের লিকেজ নিয়ে তিতাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে টানাটিনি চলছে।রাজধানীর ধানমন্ডিতে গ্যাস লাইন কাটা পড়ায় আশপাশের এলাকায় সংযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়। দক্ষিণ সিটি করপোরেশন পাইপ লাইন নির্মাণ কাজ করতে গিয়ে তিতাসের লাইন কাটা পড়ায় এ ভোগান্তি তৈরি হয়।করপোরেশন বলছে কাজ শুরুর আগে চিঠি দিয়ে তিতাসের লোক থাকার অনুরোধ করা হলেও তারা সেটা গুরুত্ব দেয়নি।

ধানমন্ডি পুরাতন ২৭ নম্বরে সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। জলাবদ্ধতা এ এলাকার মানুষের নিত্যসঙ্গী। তাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সুয়ারেজ লাইনের কাজ শুরু করে। কাজ করতে গিয়ে কাটা পড়ে তিতাসের গ্যাস লাইন।গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ধানমন্ডি, জিগাতলাসহ আশপাশের কিছু এলাকায় দিনভর গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়। ঘটনার পর পরই তিতাসের কর্মীরা লাইন মেরামতের কাজ শুরু করেন। শনিবার দুপুরের দিকেই সেটা শেষ হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, সিটি করপোরেশন এই ভোগান্তির জন্য তিতাসকেই দায়ী করে। তাদের দাবি, কাজের সময় তিতাস গ্যাসের লোক থাকার কথা থাকলেও আমলে নেয়নি তারা।উন্নয়ন কাজের সময় সবগুলো সেবাসংস্থার সমন্বয় জরুরি বলে মনে করেন এলাকাবাসী।

মন্তব্যসমূহ (০)


Lost Password