১৪ জুলাই পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ বাড়লো দেশে

১৪ জুলাই পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ বাড়লো দেশে
MostPlay

১৪ জুলাই পর্যন্ত দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ আরোও ৭দিন বাড়ানো হয়েছে। যা চলবে আগামী ১৪ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত। সরকারের এর আগে ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধের ৫ম দিনে সোমবার (৫ জুলাই২০২১) মন্ত্রিপরিষদ বিভাগসমুহে এক প্রজ্ঞাপনে জারিতে এ তথ্য জানানো হয়েছে।

ঔ প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়াতে এবং বর্তমান পরিস্থিতি বিবেনায় চলমান আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে গত বৃহস্পতিবার (১ জুলাই২০২১) সকাল ৬টা থেকে পরবর্তী সময় ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এই সময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

মূলত করোনা ভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট হার যেনো দেশে ছড়িয়ে না পড়ে এর জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জানা গেছে, দেশে এখন করোনার নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট এর প্রভাবে সংক্রমণ এর হার বেশি এবং দেশে সংক্রমণের ৮০% এখন এই ডেল্টা ভ্যারিয়েন্ট। তার জন্যে এই চলমান কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশে।

মন্তব্যসমূহ (০)


Lost Password