ইচ্ছে হলেই বিচ্ছেদ হবে না, চীনের নতুন আইনে সমালোচনা

ইচ্ছে হলেই বিচ্ছেদ হবে না, চীনের নতুন আইনে সমালোচনা
MostPlay

চীনের সামাজিক জীবনে বিচ্ছেদ নিয়ে খুবই বাজে উদাহরণ তৈরি হয়েছে। দেশটির সরকারি তথ্য মোতাবেক, ২০২০-র শেষ তিন মাসে বিচ্ছেদে হয়েছে ১০ লক্ষাধিক দম্পতির। তাই মহামারীর বছরেও চীনা সরকাকে ভাবিয়েছে বিষয়টি। চীনা নতুন বছর শুরু হতেই তাই বিচ্ছেদের নিয়মে বড়সড় বদল আনলো বেইজিং।

জানা গেছে, গত জানুয়ারি থেকে নতুন সিভিল কোড এনেছে চীন। আর সেখানে বিচ্ছেদের ক্ষেত্রে নতুন এক নিয়মের সংযোজন হয়েছে, যার নাম ‘কুলিং অফ পিরিয়ড’। অর্থাৎ এবার থেকে আর চাইলেই কারো ডিভোর্স হবে না।

বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিতে হবে। ৩০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে একেক দম্পতিকে। তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আর নতুন এই নিয়মে বেজায় চটেছেন চীনারা।

সম্পর্কই যখন থাকে না, তখন আর এক মাস কিসের অপেক্ষা? এই প্রশ্নেই সরব সে চীনা দম্পতিরা। চীনের প্রচলিত সোশ্যাল মিডিয়া ‘ওয়েবো’ জুড়ে ভাইরাল এই নতুন আইন। কেউ বলেছেন, ‘সম্পর্ক যখন ভেঙেই গেছে তখন এই এক মাস একসঙ্গে থাকাটা অসহ্য হয়ে উঠতে পারে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password