ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অস্ট্রেলিয়া

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অস্ট্রেলিয়া

গাজায়, বিদেশি ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা তদন্তে বিশেষ কর্মকর্তা নিয়োগ করবে অস্ট্রেলিয়া। স্বচ্ছতা নিশ্চিতে, ইসরায়েলের সাথে কাজ করবেন নিয়োগকৃত কর্মকর্তারা। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, সব তথ্য-প্রমাণ সংরক্ষণের ওপর তারা গুরুত্ব দিবেন। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

গত সোমবার, ইসারায়েলি হামলার শিকার হয় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িবহর। মৃত্যু হয় ৭ স্বেচ্ছাসেবীর। নিহতদের একজন অস্ট্রেলীয়, তিনজন ব্রিটিশ, একজন পোলিশ, ও একজন মার্কিন-কানাডীয় দ্বৈত নাগরিক। এ ঘটনার জেরে ইসরায়েলের ওপর চাপ বাড়ে পশ্চিমাদের। গত শুক্রবার, সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বরখাস্ত করে নেতানিয়াহু প্রশাসন।

জ্যেষ্ঠ কয়েকজন কমান্ডারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারও করে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই। প্রত্যাশার কথা চিঠিতে জানিয়েছি তেলআবিবকে। ইসরায়েলের তদন্ত কার্যক্রমে সাথে থাকার জন্য অস্ট্রেলিয়া সরকার একজন বিশেষ কর্মকর্তাকে নিয়োগ করবেন। ত্রাণকর্মীদের ওপর হামলার মতো ঘটনাকে পাস কাটানোর সুযোগ নেই। সবাই এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তদন্তে যদি দেখা যায় আইডিএফ সদস্যরা আইন মেনে কাজ করেননি, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password