স্কোর দেখানো নিয়ে দর্শকদের ভোগান্তি

স্কোর দেখানো নিয়ে দর্শকদের ভোগান্তি
MostPlay

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের লাস্ট ম্যাচের সরাসরি সম্প্রচারের স্কোরিং দেখানো নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। হতাশায় ভোগছেন টিভি চ্যানেল গুলোর স্কোর দেখানো নিয়ে। আজ শুক্রবার(১০ সেপ্টেম্বর) বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ৫ম ও সর্বশেষ খেলায় বাংলাদেশের হারা নিয়ে দর্শক মনে যেমন হতাসা ঠিক একই ভাবে টিভি চ্যানেল গুলোর স্কোর দেখানো নিয়ে একই রকম হতাশা।

আজকের এই লাইভ সম্প্রচারকৃত খেলাটিতে দেখা গেছে লাস্ট ১৬ ওভারের পর থেকে ব্যাটসম্যানদের ব্যক্তিগত রান একবার ও দেখায়নি। এমনকি যারা টিভিতে খেলা দেখেছে নিজেরা রান না গনে থাকলে বলতেই পারবেনা আফিফ কিংবা লাস্টের দিকের ব্যাটসম্যানরা কে কত রান করেছে?

জাকির হোসেন নামের এক ব্যাক্তি বিডিটাইপকে বলেন, ভাই এমনেতেই বাংলাদেশ হারবে তার জন্য হতাশায় ভোগছি আরও বেশি হতাশা লাগছে আজকের টিভিতে খেলার স্কোর দেখানোর সিস্টেম দেইখা। কোন ব্যাটসম্যান কত রান করছে এটা দেখাতে মনে হয় টিভি চ্যানেল গুলো ভূলে গেছে। কি আর করার এখন খেলা দেখলাম টিভিতে আর স্কোর দেখলাম crickbuzz(অনলাইন সরাসরি স্কোর দেখানোর ওয়েব সাইট) এ।

হৃদয় নামের আরেক জন রাগান্বিত হয়ে বলেন, খেলা দেখবো টিভিতে আর রান যদি দেখতে হয় অন্য যায়গায় এমন খেলা না দেখালেই হয়। মানুষ যদি টিভি দেখে তখন খেলার সকল কিছু টিভি থেকেই জানতে চায়। এটা কেমন স্কোরিং। আসলে বহির বিশ্ব থেকে সরাসরি সম্প্রচার নিয়ে এখনো আমাদের অনেক কিছু শিখার আছে।

এক চায়ের দোকানদার বলে, খেলা জিতবে কিংবা হারবে এটা সমস্যা তবে খেলোয়াররা কেমন খেলেছে সেটাতো দেখতে হবে। কে কত রান করলো এটা আমরা খেলার সময় ঠিক মত দেখতেই পারলাম না। আমরাতো আর মোবাইল চালাতে পারিনা শুধু একটু দেখলে বুঝতে পারি কে কত রান করছে।

উল্লেখ, টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নিজেদের ২০ ওভারে তারা ৫ উইকেট হাড়িয়ে ১৬১ রান করেন। ১৬২ টার্গেট নিয়ে বাংলাদেশ নিজেদের ২০ ওভার খেলে ৮ উইকেটে ১৩৪ রান করেছে। অর্থাৎ নিউজিল্যান্ড ২৭ রানে জিতেছে । তবে বাংলাদেশ গত ম্যাচেই নিজেদের সিরিজ জিতে নিয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password