শার্শার জামতলার রোড একটু বৃষ্টি হলেই পাকা রাস্তা জুুড়ে কাদা আর কাদা

শার্শার জামতলার রোড একটু বৃষ্টি হলেই পাকা রাস্তা জুুড়ে কাদা আর কাদা
MostPlay

শার্শা উপজেলার শার্শা  টু জামতলা  পাকা রাস্তার চিত্র এটি। রাস্তাটি কার্পেটিং করা কিন্তু একটু বৃষ্টি হলেই পাকা রাস্তা জুুড়ে কাদা জমে জনদুুর্ভোগ চরমে উঠে।

 লাউতাড়া মাঠ থেকে  অবৈধ ভাবে মাটি খনন ও পুকুর ভেড়ির মাটি ট্রাকের মাধ্যমে ইটের ভাটায় বহনের কারণে রাস্তায় মাটি পড়তে পড়তে এমন রূপ নিয়েছে। বোঝার উপায় নেই রাস্তাটি পাকা না কাঁচা। বর্তমানে একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল কারা বিপদজনক হয়ে পড়ে। তারপরও প্রয়োজনের তাগিদে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনার মুখোমুখি পড়তে হচ্ছে এই এলাকার বসবাসকারী ও পথচারীদের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হালকা বৃষ্টি হওয়ার কারণে রাস্তার উপরে ট্রাক থেকে পড়ে যাওয়া মাটি গুলো নরম হয়ে রাস্তায় ব্যাপক হারে কাদা মাটি পিচ্ছিল হওয়ায় বিপাকে পড়েছে এ রাস্তায় চলাচল করা বাইসাইকেল, মোটরসাইকেল, মাইক্রোবাস, ভ্যানচালকসহ সাধারণ জনগণ। তারপরেও প্রয়োজনের তাগিদে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে তারা।

স্থানীয়রা বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না। তারপরেও প্রয়োজনের তাগিদে রাস্তাদিয়ে চলাচল করতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে। লাউতাড়া মাঠ থেকে মাটি খননের করে বিভিন্ন ইট ভাটায় দেওয়ার জন্য এই যে ষ অবস্থা হচ্ছে।

এলাকাবাসী আরও জানায় কিছু অসাধু ব্যবসায়ী মালিকরা নিজের স্বার্থ হাসিল করতে বারবার পুকুর খননে নিষেধ করা সত্তেও তারা গভীর রাতে প্রশাসনের চোখ কে  ফাঁকি দিয়ে চুরি করে অবৈধ ভাবে পুকুর ভেরি খনন করে এবং খননকৃত মাটি ইট ভাটাসহ আশে পাশে এলাকায় বিক্রি করার কারণে আজ রাস্তার এই বেহাল।

মন্তব্যসমূহ (০)


Lost Password