ভারতের-বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়লো

ভারতের-বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়লো

আবারও বাংলাদেশ-ভারত সীমান্তের মেয়াদ বাড়লো। করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু আগামীকাল (১১ আগস্ট) থেকে দেশের ভারতীয় ভিসা সেন্টারগুলো চালু করার কথা জানিয়েছে ভারতীয় এম্বাসি। একমাত্র টুরিস্ট ভিসা ছাড়া বাকি সব ভিসার আবেদন গ্রহন করবে ভারতীয় এম্বাসিগুলো।

উল্লেখ্য, ভারতে ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর বাংলাদেশেও ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকায় গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনে সব ধরনের সীমান্ত বন্ধ ক‌রার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, যা এখনও দফায় দফায় বাড়ানো হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password