হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গু রোগী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে অধিকাংশই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২০০ এর উপরে, বাকি আক্রান্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১০ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে প্রায় পাঁচ হাজার ছুঁইছুঁই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার এর বেশী রোগী।

মন্তব্যসমূহ (০)


Lost Password