যমুনায় গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

যমুনায় গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পুকুরিয়া ঘাট এলাকায় গোসল করতে নেমে চায়না খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। চায়না খাতুন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রিত আজিমুদ্দিনের স্ত্রী।

শনিবার (২০ মার্চ) সকাল থেকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা যমুনা নদীর পুকুরিয়া ঘাট এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন। তবে সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে কাজিপুরের মাজবাড়ি গ্রামের আজিমুদ্দিন পরিবার পরিজন নিয়ে প্রায় ২০ বছর আগে মাধবডাঙ্গা বাঁধে আশ্রয় নিয়েছেন। অন্যান্য দিনের শুক্রবার বিকেলের দিকে আজিমুদ্দিনের স্ত্রী চায়না খাতুন যমুনা নদীর পুকুরিয়া ঘাট এলাকায় গোসল করতে নামেন। এ সময় পানির প্রবল স্রোতে নিখোঁজ হন চায়না খাতুন। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন নৌকাযোগে অনুসন্ধান করে তাকে উদ্ধার করতে পারেনি।

এ অবস্থায় শনিবার সকাল ৫টা থেকে রাজশাহী থেকে নুরুন্নবী ইসলামের নেতৃত্বে আসা ৩ সদস্যর ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালিয়েছেন। কিন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ চায়না খাতুনের কোন সন্ধান করতে পারেনি ডুবুরি দলের সদস্যরা।

এ বিষয়ে ডুবুরি দলের লিডার নুরুন্নবী ইসলাম বলেন, যমুনা নদীতে প্রবল স্রোত রয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ চায়না খাতুনের দেহটি ভাটির দিকে ভেসে গেছে। তারপরও আমারা তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহতি রেখেছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password