রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসের গার্ডার ধসে আহত ৪

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসের গার্ডার ধসে আহত ৪
MostPlay

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেস এর গার্ডার নির্মাণের জন্য ভারি যন্ত্রাংশ ধসে পড়ে চারজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। এদের মধ্যে দুজন চীনা নাগরিক রয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার নির্মাণের জন্য লোহার ফ্রেম বসানোর কাজ চলছিল। কয়েকজন চীনা নাগরিক ও কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সকাল সাড়ে দশটার দিকে কাজ চলাকালে গার্ডারের লোহার ফ্রেম আটকে রাখা একটি খুঁটি হঠাৎ করেই একপাশে কাত হয়ে ভেসে যায়। সঙ্গে সঙ্গে গার্ডার ভেঙে পড়ে। এ সময় প্রকল্পে কর্মরত ২ চীনা নাগরিকসহ চারজন আহত হয়। ফায়ার সার্ভিস পুলিশ ও প্রকল্পের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে আহতদের উদ্ধারের পর এভারকেয়ার হাসপাতাল নিয়ে ভর্তি করে।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত স্থানটি নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কর্মকর্তারা পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কর্মকর্তারা কোন কথা বলেননি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আমরা খবর পেয়েছি গার্ডার ভেঙে চারজন আহত হয়েছেন। বর্তমানে তাদের কী অবস্থা তা বিস্তারিত জানা যায়নি।

বিমানবন্দর থানার ওসি দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দুজন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password