বগুড়ার সদর উপজেলায় মাদরাসা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

বগুড়ার সদর উপজেলায় মাদরাসা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

বগুড়ার সদর উপজেলায় মাদরাসা থেকে জহুরুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদরের তিন মাথা রেলগেট এলাকার হিজবুল কোরআন মডেল মাদরাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

জহুরুল শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার মো. খলিল ফকিরের ছেলে। এসব নিশ্চিত করেন বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর।

জহুরুলের স্বজনরা জানান, জহুরুল ওই মাদরাসায় বাবুর্চির কাজ করতেন। রাতে মাদরাসাতেই থাকতেন তিনি। বুধবার রাতে সব কাজ শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান জহুরুল। বৃহস্পতিবার সকালে নিদিষ্ট সময়ে ঘুম থেকে না উঠায় তাকে অনেক ডাকাডাকি করে মাদরাসা কর্তৃপক্ষ। কিন্তু তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। এতে তাদের সন্দেহ হয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ জহুরুলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় তারা জহুরুলকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন।বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর বলেন, মৃত্যু সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জহুরুল স্টোক করে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password