বরকলের এরাবুনিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের নৈশ প্রহরীর জামিন নামন্জুর

বরকলের এরাবুনিয়া  সঃ প্রাঃ বিদ্যালয়ের নৈশ প্রহরীর  জামিন নামন্জুর
MostPlay

আজ ২৫ শে মে রোজ মঙ্গলবার রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন ভুষনছড়া ইউনিয়নের এরাবুনিয়ার কথিত আওয়ামী নেতা, মামলাবাজ ও ভুমিদুস্য হিসেবে খ্যাত মোতালেব মুন্সি, তার ভাই ও  ছেলেদের কতৃক অত্র এলাকার আসাদ নামক একজন নীরহ ব্যাক্তির জমি জোর করে  দখল নিতে গিয়ে বেধড়কভাবে পিটিয়ে  আহত করার অভিযোগে আদালতে আসাদের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আজ উক্ত মামলার আসামী মোতালেব ও তার ছেলে জান্নাত মুন্সিসহ বাকীরা আদালতে আত্নসমর্পন করতে আসলে বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মো শাহবুদ্দিন কতৃক উক্ত মামলার ১ নং আসামী এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরি মো জান্নাত মুন্সির জামিন নামন্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন বিজ্ঞ আদালত। উক্ত জান্নাত মুন্সীর নামে রাঙ্গামাটির আদালতে একাধীক মামলা চালমান রয়েছে বলে জানা যায়।উক্ত মামলার বাকী আসামীরা হলেন,রবিউল,সাইফুল, ফরিদ,পোনা মিয়া,জাকির।

এ বিষয়ের মামলার বাদী লিপি বেগম বলেন,আদালতের রায়ে আমরা সন্তোষ্ট।তবে তিনি বাকী আসামীদেরও শাস্তির দাবী করে বলেন,মোতালেবকে অত্র এলাকার  সবাই ভুমি দস্যু হিসেবে চিনে। সে আনাসার ভিডিপি'র ক্লাবের জমি জাল দলিল করে দখল করে খাচ্ছে। কিছু হলেই মোতালেব জেলা আওয়ামী লীগের নেতাদের ভয় দেখিয়ে বিভীন্ন ধরনের অরাজকতা করে থাকে।

মোতালেবের ছেলেগুলো অত্র এলাকার নামকরা বখাটে।তারা প্রায় আমার মেয়েদের উত্যক্ত করে থাকে।এছাড়া তার ছোট ভাই ওমর আলী ওরফে পোনা মিয়া ও তার শালার ছেলে ফরিদ মোল্লা অত্র এলাকার নামকরা গাজা ও ইয়াবা ব্যাবসায়ী। যা অত্র উপজেলার সবাই জানেন বলে লিপি বেগম জানান।তিনি আরো জানান, একাধীক মামলার আসামী হওয়ার পরেও জান্নাতের বিরুদ্ধে তার বিদ্যালয় কতৃপক্ষ আজ অবধি কোন ব্যাবস্থা গ্রহন করা হয় নাই।

এ বিষয়ে এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো আব্দুস ছবুর তালুকদার মুঠোফোনে   জানান,বিষয়টি আমরা অবগত হয়েছি।অচিরেই উক্ত জান্নাত মুন্সির বিরুদ্ধে যথাযত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে রাঙ্গামাটি বাদী লিপি বেগমের উকিল এ্যাভোকেট মামুন ভুইয়া জানান,আসামী জান্নাতের বিরুদ্ধে ধারা ৩০৭ থাকায় বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।তদন্ত প্রতিবেদন জমা হলে বাকীদেরও সাজা হবে বলে আমরা আশাবাদী।

মন্তব্যসমূহ (০)


Lost Password