দেশে বাড়লো পুরুষের চেয়ে নারীর গড় আয়ু

দেশে বাড়লো পুরুষের  চেয়ে নারীর গড় আয়ু
MostPlay

জাতসিংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপএি) তাদরে নিয়মিত বার্ষিক  প্রকাশনা ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি  ২০২১’ এ এই তথ্য মতে,’বাংলাদেশে পুরুষরে চেয়ে  নারীর গড় আয়ু চার বছর বেশি ।দেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৫ বছর। আর পুরুষরে গড় আয়ু ৭১ বছর।   

গত সপ্তাহে প্রকাশতি ওই প্রতিবেদনে  বলা হয়ছে,  বাংলাদেশের র্বতমান জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখ। বছরে জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ১ শতাংশ। একজন বিবাহিত  নারী  প্রজনন বয়সে (১৫ থেকে ৪৯ বছর) গড়ে দুটি সন্তানরে জন্ম দিচ্ছেন। তবে ১৮ বছর বয়স হওয়ার আগেই ৫৯ শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যায়। আর স্বামীর হাতে নির্যাতনের শিকার  হন ২৯ শতাংশ নারী। প্রতিবেদনে বাংলাদেশের নারীশিক্ষার বিষয়ে বলা হয়েছে শিশুদের  ৯৫ শতাংশ প্রাথমকি বিদ্যালয়ে  যায়। আর মাধ্যমকি বিদ্যালয়ে যাওয়ার হার ৬২ শতাংশ।

বিশ্বেরকোন দেশে  সামগ্রিকভাবে নারী-পুরুষরে সমতা নিশ্চিত করতে পারেনি জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অনকে দেশের সানবিদানিক নিশ্চায়তা  থাকার পরও পুরুষ যত আইনি অধিকার ভোগ করেন, তার ৭৫ শতাংশ ভোগ করতে পারেন নারী। ফলে সহিংস  ঘটনা, বেতন বৈষম্য, নেতৃত্বে বৈষম্য এবং শারীরিক স্বাধীনতায় ঘাটতি থকেইে যাচ্ছে। বাংলাদেশের পুরিষের চেয়ে নারীর গড় আয়ু চার বছর বেশি।  

মন্তব্যসমূহ (০)


Lost Password