সাভারে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাভারে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাভারে উইন্টার ড্রেস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গুদামে থাকা সমস্ত ঝুট পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর সোয়া একটার দিকে উইন্টার ড্রেস লিমিটেড কারখানার ঝুটের গোডাউনে আগুন দেখতে পায় শ্রমিকরা। এসময় কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় শ্রমিক-কর্মচারীরা। কিন্তু আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উইন্টার ড্রেস লিমিটেড কারখানার রফিকুল ইসলাম নামের এক কর্মকর্তা বলেন, ‘ফায়ার সার্ভিস ও আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করায় তেমন কোনো ক্ষতি হয়নি।’

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password